T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় শুভাশিস সাহু

প্রলম্বিত মুহূর্তের স্বপ্ন
আমি বারবার আপ্লুত হই,
আর বিমুগ্ধ হয়ে দেখি
শিহরণতার সৌষ্ঠব।
এমন সন্ধ্যার মতো গম্ভীর মুখ তাহার।
আর প্রায়শই সেই শিহরণী
পুলকের চাতুরী অনুভব করেছি
আমি।
আমি ভালবাসার ভিক্ষুক,
পথে পথে আমি
বিষণ্ণ ভিক্ষুক।
আমি আজ ভাবনার কতগুলো
বিহ্বল উচ্ছ্বলতা
জাগিয়ে রেখেছি।
ভালবাসা তবে কি আজ মিথ্যা,
নাকি আমৃত্যু সে অপ্রিয় স্বপ্ন।
দেখি যা আমি প্রত্যহ
তাহা নিত্যসঙ্গী।
কি আশ্চর্য
সৌষ্ঠব,
প্রলম্বিত মুহূর্তের
স্বপ্ন।।