কবিতায় শুভাশিস সাহু

তুমি আমার প্রথম প্রেমের কাহিনী

শেষ পথে চলে গেছে
আমার ভালোবাসা।

তুমি আমার
ঝড়ের সমুদ্র।
তুমি আমার
প্রেমের সুনামি।

আমি এখনও সেই
মেঘের ভিতর থেকে হাত নাড়ি;
হাওয়াতে খিল-খিল করে হাসে
তোমার প্রেমের ধ্বনি,
তুমি আমার
প্রথম প্রেমের কাহিনী।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *