T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সুপ্তশ্রী সোম

টুকরো কথার অন্তরালে
১) অক্ষরেরা দর্শক হয়ে
বসে আছে অখন্ড নীরবতায়
আকাশে বৈশাখের রঙ
মঞ্চে কিছু কুশীলব কথা বলছে
কথা গুলো ছিঁড়ে যাচ্ছে ঝরা পাতার মতো
ছিন্ন কথা আর নিশ্চুপ অক্ষরেরা
কি একটি কবিতা লিখতে পারে ?
২)
কাজের মানুষের হিসেবের খাতায়
আনমনে কাটা আঁকিবুঁকিরা
হঠাৎ নেচে উঠে খাতার পাতায়
এনে ফেললো এলানো বিকেল।
সূর্য অস্ত যেতেই
আকাশ ঢেকে গেলো মেঘে
এখন খাতার পাতায় না ঝরা অশ্রুরা
ঘন হয়ে উঠলো মেঘের মতো।
মনের ভিতরে কখন অঝোর বর্ষা নেমেছে।
3) বহুদিন ভালবাসার কথা বলা হয়নি
বহুদিন শুনিও নি ভালোবাসার কথা
ভালোবাসার মৃত্যু ঘটেছে এই বিশ্বাসে
দূরে তাকিয়ে দেখি কাঠে কপাটে ভীষণ প্রেম হওয়াতে দরজা বন্ধ হলো দিন দুপুরে।
বুঝলাম আজ বসন্ত।