ক্যাফে কাব্যে শম্পা সাহা

ঐক‍্য

দরজা বন্ধ মধ‍্য দুপুর
প‍্যাচপ‍্যাচে গরমের কাকা ডাকা বিরোহী দুপুর,
তোমার খোলা শার্টের বাধ‍্যতামূলক আকর্ষণে টালমাটাল মানবিক বোধ।
এটা কি উচিত আত্মসমর্পণের গান নতুন করে গুনগুনানো?
এটাকি সম্ভব পুণর্কর্ষণ?
এটা কি সম্ভব আবারো মরুর বুকে ফুল ফোটানো?
দুই আঙ্গুলের ফাঁকে চেপে ধরা কমলাকোয়া ঠোঁটে, গ্ৰাস করতে চাও আমাকে শুরু থেকে শেষ!
এই বেশ আবার ডুবে যাওয়া অতল শান্তির অন্ধকারে।
সব ভালোবাসা বলতে নেই!
সব শরীর ছুঁতে নেই!
কে বলে এ বেদবাক‍্য?
অবগাহনে শান্তির আহ্বান!
কেন হাতছাড়া করবো এ মন আর শরীরের এক মধুর কলতান!

Spread the love

You may also like...

error: Content is protected !!