T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সঞ্জীব সেন

উপসংহার
আমি যেসব মেয়ের প্রেমে পড়েছি
তারা সবাই বিবাহিত
আমি বারবার বিবাহিত মহিলাদের প্রেমে পড়েছি
প্রথমবার যার প্রেমে পড়েছি সে , দিদিমণি
সুযোগ বুঝে প্রপোজ করেছি
এই ব্যাপারে আমি বরাবরই ডেসপারেট
সে মহিলা আমায় অবাক করে বলেছিল আমি বিবাহিত, কোর্টশিপ রেজিস্ট্রি হয়েছে
তারপর একদিন মেট্রোতে টানটান ফিগার জিন্সের প্যান্ট পরা মেয়েকে প্রপোজ করেছি বিবাহিতের কোন চিহ্নই ছিল না
সে মেয়েও অবিশ্বাসী মরালের মত বলে উঠল
আপনিও, মানে আপনিও ভুল করলেন
আমি শুধু বিবাহিত নয় দশ বছরের ছেলেও আছে
আসলে মেন্টেন করি, কেউ ধরতে পারে না
তবু আপনাকে সঙ্গ দিতে পারি, চাইলে আরও কিছু,আসলে আমিও পুরুষ বন্ধু খুঁজছিলাম
ওর সঙ্গে আর করতে ভাল্লাগে না
আমি মনে মনে হাসলাম
নদী হতে পেলে যে কোন বিবাহিতা জিন্স ছেড়ে ধনেখালি শাড়ি পরে নেয় একথা প্রমাণিত সত্য
আমিও আমন্ত্রণ পেয়ে সুযোগসন্ধানী শিকারীর মত ঝাঁপ দিয়ে পড়ি ।