কবিতায় শুভাশিস সাহু

সকল প্রেমের শেষে দাঁড়িয়ে থাকি আমি
আমি খুঁজেছি
আকাশে তোমার
প্রেমের অন্ধকার।
আজও আকাশে
জেগে ওঠে
তোমার প্রেমের
প্রকৃতি।
অনেক খুঁজেছি আমি
তোমার প্রেমের ধূসর ছবি।
হে ধূসর নারী
তোমার প্রেমের
শেষকে আমি
শুরু বলে মানি।
পৃথিবীর শেষ প্রেমে
উড়ে যেতে
রাজি,
সকল প্রেমের
শেষে দাঁড়িয়ে
থাকি আমি।।