ক্যাফে গুচ্ছ কাব্যে সুশান্ত সেন

স্পর্শ এবং কথা
এবং দর্শন।
আবার দর্শন কথা
ও স্পর্শ –
এই নিয়েই আছি।
বিষাক্ত শ্বাস ফেলে
ক্লেদার্ত হৃদয় নিয়ে
বেঁচে’ত আছি।
ঘরে ঘরে মৃত স্বপ্ন
ঘরে ঘরে মৃত আশা
জ্বলন্ত প্রজাপতি ধরে,
দুই হাতে ধরে আছি।
প্রতিদিন মেরেছি ঘামাচি।
রূপকথা
রূপকথা ছাড় এখন জীবন দেখ
বেড়াজালে তুমি নিয়ত থাক যে বন্দী
সারা পৃথিবী ত নানান কুহক জালে
বেঁধেছে গড়েছে নিয়ত নতুন ফন্দি।
সন্ত্রাস দেখি চারপাশে ঘিরে থাকে
গগন চুম্বি নিযুত মিনার গড়ে
সংঘাত নিয়ে পথেই মানুষ বাঁচে
বিপুল ক্ষুধার অন্ন উড়ছে ঝড়ে ।