কবিতায় পদ্মা-যমুনা তে শাবলু শাহাবউদ্দিন

আমার কবিতা মানে

আমার কবিতা মানে
কোন উলঙ্গ রমণী নয়
নয় কোন বেহায়াপনা নারী
আমার কবিতা মানে তুমি
যেখানে চির জীবন থাকবো আমি ।
আমার অস্তিত্ব আমার কবিতা
কবিতার অস্তিত্বে তুমি
তোমাকে উলঙ্গ কেমনে করি আমি
হ্যাঁ আমি কবি নয়
তবে শব্দ দিয়ে আঁকি তোমার ছবি
আমার কবিতা মানে তুমি
আমার কবিতা মানে তুমি ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।