কবিতায় শর্মিষ্ঠা সেন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আরো একবার
“আরো একবার দেখতে পাওয়ার আশায় হেঁটে চলা অনেকটা পথ”, প্রেমের কবিতা হলে এমনটা লেখাই যায়। অথচ দ্যাখো, এতগুলো বছর কেউ কারো পথ মাড়াইনি। তোমায় দূর থেকে দেখেছি বহু বার। শাড়ি, লাল টিপ আর গাঢ় কাজলে; দেখেছি জলপ্রপাতের মতো একঢাল এলোমেলো চুলে। শোনো, আজ আর দেরী কোরোনা যেন! ঠিক সাড়ে ছ’টায় টেম্পল রোড ধরেই যাব। তুমি দাঁড়িয়ে থেকো ছোট্ট ঝোরার পাশে, চা গুমটিতে, আমাদের স্পট এ? সেভক কালীবাড়ি? দ্যাখো, কথা রেখেছি কিন্তু! “জীবনে মুখ দেখবেনা” বলেছিলে, আজও দেখাবো না; তবু তোমায় নিয়েই তো এতগুলো বছর.. ঠিকানা বদলে গেছে, ভালোবাসা নয়, জানি তুমিও আমাকে ভেবেই আজও এলোচুলে, হলুদ শাড়ি! শোনো, আজ না এলে আবারও যদি ঘুম ভেঙে যায়! বেরোলাম, আসছো তো? দেরী কোরোনা। ওরা বলছিল আমার কপালে একটু চন্দন পরিয়ে নেবে। শ্মশানে আজকাল বড্ড লাইন, অনেকটা পথ পাড়ি দিতে হবে!