T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় সঞ্জীব সেন

বসন্তের সপক্ষে আমার “কবিতা”
প্রতিবার শান্তিনিকেতনে এলে ভাবি, এই শেষ বারের মত আকাশের দিকে তাকিয়ে নিশ্চিত করে নিই সেদিনের সার্থকতার ভিতর কোন সফলতা ছিল কিনা ।
বসন্তকাল
প্রকৃতিতেই আছে সংকেত
প্রেমের
শান্তিনিকেতনে সমস্ত প্রেমিক প্রেমিকাকে
সোনাঝুড়ি গাছগুলোকে দেখালাম,
বললাম,এইভাবে আমরা দুজন হেঁটে গেছিলাম সোনাঝুড়ি গাছেদের পাশে রেখে
বাতাসের কানে বলেছিলাম, দ্যাখো,“আমাদের ভাবনা চিন্তা গুলোয় কত মিল না”
ওরা সপক্ষে বলেছিল মানে আপনারা প্রেমে পড়েছেন
দুজন নির্বাক হেঁটে গেছিলাম সেদিন
এসেছিল, প্রেম, এভাবেই একদিন প্রেমহীনতায়,
“তবে এসো বিকেলের আলোয় আমরা আমাদের ছায়ার সমর্থনে দুচারটে কথা লিখে রাখি “।