T3 ক্যাফে হোলি স্পেশাল এ সঞ্জীব সেন

দোলের দিনে
লেগিংস আর টপ পরা চাঁদ নেমে এলো
গোলাপী ওড়না।আমার ভিতর পাপড়ি ঝরে পড়ল
কে বলেছে স্বপ্ন রঙিন হয় না! আমার স্বপ্নে অনেক রঙ ছিল। আকাশে ছিল গোল চাঁদ
যে বাড়ির ছাদে কিশোরবেলা পড়ে রইল ।
হাওয়াই চটি। সেই কিশোরীকে রঙ মাখানো হলো না, সেই কিশোরী এখন যুবতী হয়েছে।আমিও যুবক হয়েছি;
সেই বাড়িটিতে আর কেউ থাকেনা
বিপজ্জনক ঘোষণা করেছে মিউনিসিপ্যালিটি ।
আজ যখন কোনো ব্যর্থ প্রেমের গল্প শুনি
আমার ভিতর কি যেন একটা হয়,
পরাজিত হাওয়া ঝাপটা দেয় এলোমেলো
তখন নিজের জন্য খুব দুঃখ হয়।
তুমি জানো না , এক নিয়তি তাড়িত কবির জীবনে আজও কতটা রঙিন হয়ে আছো।