কবিতায় সুশান্ত সাহা

বই পার্বণ
পাংশু মুখের লম্বাটে নাক
এই ছেলেটা ঠিক
বইপার্বণ প্রচার করে
তুল্য পাড়ায় হিরিক,
বইমেলাতে প্রচুর বই
নন্টে ফন্টের বাজার
কমিকছে নারায়ন বাবু
করছে মাত আবার।
যা চলে যা ফোন ভুলে ভাই
বই মেলার ঘড়ে
বিশ্ব ভুবন এক ছাতাতে
পড়ার লড়াই করে…।
তুই যদি যাস সেথায় দৌড়ে
দেখবি সবাই হেসে
নিচ্ছে কুড়িয়ে ছেলেবেলা বাপ-দাদাদের জল ছবির দেশে।
বাতাস ঢেউ এর সুরগুলি সব
ছড়ার লোকালয়ে
ভূত-পেত্নীর মজার মজার গল্প হরেক ভরাট কেমন বই-এ।
নানান ঢংয়ের ছবি গুলি
পাতায় পাতায় ভরে
খুলিস যদি ঝপাং করে
ডাকবে দেখিস তোরে।
গড়ের মাঠের বই মেলা সেই
প্রাণ ছিল তর-তাজা
হারিয়ে গেল সেই যে কোথায়
বই পড়ার সব রাজা,,,
দেখিস খুজে সেই লোকজন
বই মেলাতেই পাবি
দু -একজন যদিও কেবল
এরাই খোজেন রবী..।