কবিতায় সুকন্যা সাহা

কথোপকথন ও অন্যান্য …
… তাকে ভালোবাসো ?
… হ্যাঁ।
… শুধু হ্যাঁ ?
… হ্যাঁ হ্যাঁ হ্যাঁ…
… কতটা ?
…এই এত্তটা …
… মেঘের মতন ?
… আকশের মতন …
… বৃষ্টির মতন ?
… বন্যার মতন …
… পলাশের মতন?
… কলকাতায় পলাশ কোথায় পাব ?
কৃষ্ণচূড়ার মতন …
… তার কথা ভেবে চোখ উপচে জল আসে ?
… চোখের জলে নদী হয়ে যায় …
… সেই নদীতে স্রোত থাকে ?
… থাকে তো স্রোত, ঘূর্ণি কত্ত কি !
…তার কথা ভেবে বাঁশি বাজাও ?
… বাজাই তো … বাঁশি, সেতার সরোদ সব বাজাই …
… আর ?
… ভালোবাসি ভালোবাসি… সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি ভালোবাসি /ভালোবাসি …