কবিতায় শুভাশিস সাহু

তোমার ভিতরে শুধু আমার ভালোবাসা
সুচন্দ্রিলা আমি তোমাকে
ভালোবাসি।
আমি জানি সেই
রাত্রির কথা,
যে রাত্রিতে তোমার সাথে আমার
প্রথম দেখা।
এই মায়াছন্ন পৃথিবীতে
তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে।
তুমি এসো আমার
বুকে,
আরও আরও আমার
হৃদয়ের ভিতরে।
সুচন্দ্রিলা বহুদিন
দেখিনি তোমাকে।
তুমি কি ভুলে গেছো আমার হৃদয়ের কথা?
সুচন্দ্রিলা তোমার মুখ অপ্সরার মতো,
জেনেছি আমি সেই ভালোবাসা;
মায়াছন্ন তোমার পৃথিবীর ভাষা,
তুমি তুমি আমাকে দেখাও_
তোমার ভিতরে শুধু আমার ভালোবাসা।