T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শর্মিষ্ঠা সেন

দেখে যেতে চাই গল্পের শেষ
ছায়ারা প্রলম্বিত হলেও জীবনের দৈর্ঘ্য থেমে যায় মাপমতো, যেটুকু নিয়ে এসেছ…
পড়ে থাকে স্নানের ঘাট অথবা সুগন্ধী বডি সোপ মাখা বাথটাব, পড়ে থাকে আধখাওয়া ফ্রুট বৌল, কোথাও মাটিতে ছড়ানো মুড়িটুকু খুঁটে খেয়ে যায় দাঁড়কাক!
নির্বাক চেয়ে দেখি, এ বেলাটা থেকে গেলেই সম্মতি পেয়ে যেত অনিমেষ! নন্দিতা অপেক্ষায় থাকবে বলেছিল ভিক্টোরিয়ার গেট এ।
….অথচ দ্রুতগামী বাসটির ফুটপাতে ওঠার কথা ছিল না সেদিন!
অশৌচ চুকে যাবার পর পিওন এসেছিল চিঠি হাতে। মায়ের হাহাকারে বাবা কি বুঝেছিল চাকরীটা পেয়ে গেছে হারুণ?
এজীবন কি তবে শুধু দুঃখ ফেরাতে জানে? সুখ সরে থাকে ভাঁটার টানের মতো? যাবার আগে আমিও দেখে যেতে চাই গল্পের শেষ, যেখানে সব ভালো হয় রূপকথার মতো!