প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সুকৃতি সিকদার
by
·
Published
· Updated
শীতের কবিতা
আমরাই চোখে দেখি সরিষার ফুল।
কুয়াশায় ডানা মেলে উড়ে যাওয়া
বকের চিন্তায় সেই ফুল
প্রভাব ফ্যালে না। যদি মাছ
নড়ে ওঠে জলের কোণায়।
ঠোঁট তার চোখের কথার মতো সোজা,
পেটে তার ধারালো ছুরির মতো খিদে…
ক্ষেতের কিণারা ছুঁয়ে মরে আসা জল
আমন্ত্রণ লিপি লেখে শীতের ভাষায়।
শিশিরের গান সেই ভাষায় প্রগাঢ় হয়ে ওঠে।
পাতায় পোকার হাঁটা দাগ।
রোদের আশায় জাগে জল
এখনও কোথাও রিণরিণ করে তার
বিকেলের দিকে প্রবাহন
মেনে নিও তীর্যক কথার পাশে রেখে যাওয়া
চিঠি খানি যার
ধুয়ে গেছে ক্ষণিকের জলে।