কবিতায় শুভাশিস সাহু by TechTouchTalk Admin · September 12, 2024 ভালবাসার ঠিক বেঠিক আবার জেগেছে সেই বিষণ্ণ কাল, তোমাকে দেখাই আমার হয়েছে কাল। সময়ের পথ আমি চিনে গেছি, রঙিন পথে আমি অনেক হেঁটেছি। এই পথ দিয়ে হেঁটে যায় আজও সেই তীব্র পথিক, তোমার ভালবাসার ঠিক বেঠিক। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love