কবিতায় বলরুমে শম্পা সাহা

ক্রীড়নক
ক্লান্তি তোমার নামে,আমার নয়!
চোখ তোমার ভারী হয় আধোআধো স্বপ্নে, আমার নয়!
দিনগুলো দীর্ঘতর,রাত বাড়তে বাড়তে গভীরতর,ক্লান্ত বর্ষণ, নিদাঘ।
কখনো তোমার প্রবল ভালোবাসা ভাসিয়ে নিয়ে যায় দুকূল, আমি ভেসে যাই আবেগে।
কখনো দূরে ছুঁড়ে ফেলো নুড়িপাথরের মত,পড়ে থাকি নিতান্তই অবহেলায়।
কখনো ভালবাসা মাখামাখি শব্দরাগে,কান ছুঁয়ে মনে উঁকি দেয়,আপন করা সে গভীর কন্ঠস্বর,
কখনো সে গলায় ঝরে পড়ে তীব্র বিরক্তি, অসূয়া,অবদমনেচ্ছা।
কি ভাবছো?এ ভালোবাসা?
ভুল!এ পুতুল খেলা।যাতে আমার ভূমিকা, নেহাতই ক্রীড়নক!