কবিতায় বলরুমে শংকর সাহা

হয়তো কোনো রূপে:-

কিছু লিখবো বলে লিখতে বসি নি,
কিছু ভাববো বলে ভাবছিলাম।
রাজনীতি অর্থনীতি-
বা মনস্তত্ত্বের কোনো দিক কিনা জানিনা।
ভাবতে গেলেও তোমার মুখ,
লিখতে গেলেও তোমার অস্তিত্ব।
যদি চিত্রকর হতাম-
হয়তো তোমার একটা ছবি আঁকতাম।
মোনালিসা না হোক-
অন্ততঃ পক্ষে সেটা তুমি।
কবি হলে-হয়তো একটা কবিতা লিখতাম,
অবশ্যই সেটা তোমার-আমার প্রেমের কবিতা।
নাট্যকার হলেও হয়তো চলতো;
নানান দৃশ্যপটে তোমাকে সাজাতাম।
ভৌগোলিক দ্রাঘিমা নিয়ন্ত্রণ করে
যদি কোনো একটি দিক নির্দেশিত হতো-
তাহলে সেটা তুমি।
আর হয়তো সঙ্গে নিতাম
তোমার মেঘলা চোখ;
আর হৃদয়ের গোপন গভীরতা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।