T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সঞ্জীব সেন
by
·
Published
· Updated
সম্পর্কলতা
প্যাডেল করে পেরিয়ে যাই হলুদরঙের বাড়িটা
সম্পর্কলতা বাড়ে যেভাবে লাফিয়ে গ্রিল ছোঁয় মাধবীলতা,
সে বাড়িতে থাকত আমার আপনজন
ঝুলবারান্দায় এসে দাঁড়াত মধ্যাহ্ন ছোঁয়া রোদ মনে হত বনলতা সেন
গাইত ‘মম জীবন যৌবন মম অখিল ভুবন”
গল্পের খাতিরে যেতাম সকাল সন্ধ্যা,
যদি খুলে যায় পথ ,যে পথ আমায় পৌছে দেবে নতুন কোন উপন্যাসে
স্ক্যান্ডাল ছড়িয়েছে তো পাড়ার লোকে
অনেক রাত, ছাদে এসে দাঁড়িয়েছি
এখন সে বাড়িতে কেউ থাকেনা,আজ বলছি=
শপথ করে বলতে পারব না কিছুই নিইনি
ঋতু দি বলত তুই হলি দুদন্ডের খোলা নিঃশ্বাস
ঋতু দি জনোনা তুমি আমার জীবনে আলো দেবে
বলে প্রতি কালবৈশাখী ঝড়ের পর ফুলছাপ পর্দা সরিয়ে ঝুলবারান্দায় এসে দাঁড়াও , গাও
“তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে”,,,