বাইশে শ্রাবণ সন্ধ্যায় সঞ্জীব সেন

বাইশে শ্রাবণ
নিতীদীর্ঘশ্বাস ফেলে চাঁদটাও
হারিয়ে গেল মেঘের ভিতর
এরপর বৃষ্টি এল তাই,,
আমি বাইরে দাঁড়িয়ে রইলাম বৃষ্টিতে
যে মেয়েটি নিরুদ্বেগে ঘরে ডেকে নিল
তার মুখটি ঠিক একটি শ্বেতগোলাপ !
ঘরেতে গানের সরঞ্জাম ,গানের দিদিমনি
এর আগে আমি কোন গানের দিদিমনি দেখিনি
তাকিয়ে ছিলাম তেমনই !
স্বতঃ প্রণোদিত হয়ে শোনাল সে একটি গান
“শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে, “
দিনের শেষে পাখির মত ক্লান্ত হলে
সেইমুখ আজও মনে পরে
একদিন সংসার কাঁপিয়ে সামনে এসে দাঁড়ায়
আসলে সেই দিনটি ছিল এমনই “বাইশে শ্রাবণ”
কিছু ঋণ এমনই প্রাঞ্জল, বৃষ্টি এসে এমনিই ভিজিয়ে দেয় ।