কবিতায় শুভাশিস সাহু

মৃত প্রেমিক
আমি তোমার ভিতর
এখনও সেই মৃত প্রেমকে জাগাই।
আমি সেই শিহরণতা অনুভব করেছি মাএ।
আমি এখনও তোমাকে ভালোবাসি।
আমি তোমার প্রাচীন প্রেমিক।
আমি তোমাকে সশরীরে পেতে চেয়েছি মাএ।
আমি কুয়াশার ভিতর
আজন্ম দেখেছি তোমার অস্পষ্ট শরীর।
আমি শুনেছি তোমার প্রেমের চিৎকার।
আজও পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে
শুনি তোমার পায়ের অস্পষ্ট ধ্বনি।
তোমার দেখা পাবো
বলে সেই কবে থেকে বেরিয়ে পড়েছি আমি
পৃথিবীর পথে।
আমি যেন তোমার কোনো আপনজন;
তোমার সবচেয়ে কাছের,
তোমার কুয়াশার কাছের কোনো
মৃত প্রেমিক।