প্রথম দশকের তরুণ কবি শুভদীপ সেনশর্মার জন্ম পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কবিতায় আত্মপ্রকাশ 'সবাই রাজা' পত্রিকায় ২০১০ সালে। পরবর্তীতে কবিতা প্রকাশিত হয়েছে দেশ, ভাষানগর, আদম, তিতির, ছাপাখানার গলি, শুধু বিঘে দুই সমান্তরাল ভাবনা, বীরুৎজাতীয় পত্রিকা, ফিনিক্স, কথক, আলোবাতাস সহ দুই বাংলা আরও অনেক লিটল ম্যাগাজিন ও ব্লগজিনে। কবিতা লেখার পাশাপাশি গদ্য ও প্রচ্ছদ-অলংকরণ করে থাকেন। নেশা চুটিয়ে গল্প করা, পুরাতন পত্রিকা সংগ্রহ করা, পুরাতন বই সংগ্রহ করা, বই পড়া, গান শোনা। দশ বছর ধরে সম্পাদনা করে আসছেন আলোপৃথিবী কবিতা পত্রিকা। এ যাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা দুটি - নির্বাক বাল্মীকি (বীরুৎজাতীয়, ২০১০), রজত সেন (বার্ণিক, ২০১৯)।