কবিতায় সন্দীপ সাহু

১৬/০২/২৬২ রবীন্দ্রাব্দ
ফেণীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করি
ফেণীর জীর্ণ স্রোতে হালকা ঢেউয়ে হৃদ রাখি।
ফোকলা হেসে বরণাসনে বসায়, হাত রাখে গা মাথায়।
পূর্বনারী পুরুষ বর্ণমালা থেকে বেরিয়ে এসে
রক্ত ঘাম দিয়ে হাত মুখ মুছিয়ে দেয়।
আটপৌরে হলুদ-আঁচল-কোল দোল দেয়।
সমস্ত স্নেহ মায়া কপালে চুম্বন রাখে।
শক্ত কাঁধে চাপিয়ে কশেরুকায় শস্য রোপন করে।
ধূসর কোষে একুশ ও ঊনিশ জন্ম দেয় মুক্তিযুদ্ধকৃষিকাজ।
সন্ন্যাসী টিলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করি।