কবিতায় সুশান্ত সাহা

ডাকাত
তাপ-উত্তাপ হীন আমি অসহায়তা পিছু পিছু
তুমি যে এত নিঃসম্বল- সম্পদ হীন
মানুষ জানতো না কিছু
তবুও প্রশ্ন সবার কাছে, প্রশ্ন কত আর-
ধন্দে -ছন্দে সময় ক্ষয়
অতিষ্ঠ জীবন বাহার
সত্য মিথ্যা লুকোচুরি খেলা
প্রতিষ্ঠান জুবু -থুবু
ভয়ে ভয়ে মানুষ আতঙ্কে
করলে জয় সেই প্রতিষ্ঠান কি করে প্রভু…?
দম ফাটানো কথা বুকের পাটাতনে আগুনের জোয়ার
এতদিনে মানুষ চিনেছে বটে,
এমন মানুষই বিশ্ব ডাকাত সবার
সর- শব্দহীন জড়োসড়ো নাগরিক বিভ্রান্ত বিবেক
ঐকতানে বাজে না সুর আর
মুন্ডুহীন এক- এক….