|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সুকৃতি সিকদার

চক্রপথ
অন্ধকার ভালোবাসি চোখের আরামে
চোখ চায় তোমাকে এখন।
কিন্তু মন বেহায়া হয়েছে ভোর থেকে!
কে যেন আমাকে দিয়ে লিখিয়ে চলেছে…
সে কি সত্যি লাউডগা সাপের মতন
রং বদলাতে পারে ডাল থেকে ডালে
যাওয়ার সময়? না কি ফুলের সমাজে
চোখ ভরা ভুলে আমি গিরগিটি হয়ে গেছি প্রায়।
২.
চোখে এতো আলোপাত আমি ভালো দেখতে পাই না!
অথচ চেনার খুব দরকার আছে।
যা কিছুই ফুটুক না কেন
পড়ে থাকে বিবর্ণ খোলোশ দেহ তার।
ভোরের আত্মারা সেইসব
রাতের আসরে নিয়ে যায়।
গাছের কোটরে রাত, পালকের ঘ্রাণে
জোনাকির শব্দ নেই, অন্ধকার কড়া…
হাত রাখি গোপন বিহারে।
পাখির বুকের নিচে ডিম।
ডিমের ভিতরে আরও ডিম
কয়েক শতাব্দী ব্যাপী ছড়িয়ে রয়েছে…
পৃথিবীর সব ডিম ফোটার আশায়
যোজন যোজন পথ নেমে এসে ভাবে
যোনি থেকে এই তো জরায়ু মোটে পথ!