প্রবাসী মেলবন্ধনে সায়েদুর রহমান ভিয়েনা, অস্ট্রিয়া

১| ভালোবাসা
ভালোবাসার রং গাঢ় নীল
ভালোবাসারা জড়িয়ে থাকে তোমার শাড়ির আঁচলের কোনায় কোনায়
ভালোবাসারা ঝিঙে ফুল হয়ে ঝুলে থাকে
ভালোবাসারা মিশে থাকে তোমার নির্মল হাসিতে।
ভালোবাসারা আল্পস পর্বতমালার মেঘ হয়ে ঝুলে থাকে
আমি পথ চলতে চলতে তার স্পর্শ টের পাই
আমার হাতের আঙুলে ভালোবাসারা লেগে থাকে
আমি ভালোবেসে জীবনের গান গাই।
ভালোবাসা তোমার মিষ্টি হাসি
ভালোবাসা মিষ্টি কুমড়ো ফুল
ভালোবেসে মানুষ বেঁচে থাকে
ভালোবেসে মানুষ হয়ে যায় খুন।
২| স্বর্গ
বিশ্বাস করো মানুষ-
স্বর্গে জাতি, ধর্ম ও বর্ণ ভেদাভেদ নেই কোন
স্বর্গের দ্বার সবার জন্য উন্মুক্ত।
নারী-পুরুষ, তৃতীয় লিঙ্গ আর রূপান্তরকামী
সবার জন্য স্বর্গের সুখ
সবাই সেখানে দামী।
বিশ্বাস কর ভাই-
কারো জন্য নেই সেখানে ৭২ হুরের সুখ
স্বচ্ছ নারী, শরাব নদী, অনন্ত যৌবনের ভোগ।
কেউ সেখানে নয় রে ভাই
কারো থেকে উঁচু
উঁচু-নীচুর ভেদাভেদ মানুষ
তোমরা অকারণেই সৃষ্টি কর।
স্বর্গ-নরক কিছু নয় রে ভাই
মানুষ যদি হতে পারো
মানব জনম, সেরা জনম
মানুষ তুমি-
মানবের সেবা করো।
মানব প্রেমই
সেরা প্রেম রে ভাই
মানব প্রেমই স্বর্গ
স্বর্গ তুমি দূর আকাশে
বৃথাই খোঁজে মরো।