ধারাবাহিক ভ্রমণ সিরিজে শতদ্রু ঋক সেন – অন্তিম

ফেরা
এবার ফিরে আসার পালা। বাবার কাজ সারার পরদিন আমরা বদ্রীনাথ থেকে যাত্রা করবো। সেই রাত শ্রীনগরে থেকে পরদিন বিকেলে হরিদ্বার। হরিদ্বারে দুই রাত কাটিয়ে কোলকাতা যাওয়ার দুন।
সকালে বেরোনোর আগে ব্রেকফাস্ট খাওয়ার পরে ঘন্টা দুই সময় হাতে ছিলো। জিনিসপত্র বাঁধা ছাঁদা করে দলের ম্যানেজারের কাছে জমা দিয়ে একটু বেরোলাম। পাহাড়ের কোলে এক নির্জন জায়গায় দাঁড়িয়ে, সামনের তুষার শোভিত শৃঙ্গের দিকে এক নিমেষে তাকিয়ে এই ফেলে আসা দিনগুলোর কথা মনে করলাম। বাবা যা চেয়েছিল, কথা রাখতে পেরে ভালো লাগলেও মনে যেন এক বড়ো শুন্যতা হলো। হয়তো আমার জীবনের সবচেয়ে বড়ো বন্ধুর বন্ধন থেকে চিরতরে মুক্ত হলাম বলেই। বেশ কিছুটা সময় নিজের সাথে কাটিয়ে এগিয়ে গেলাম… হয়তো এক নতুন জীবনের দিকে।
বারোটা বছর কেটে গেছে এর পর। যাবো যাবো করেও আর যাওয়া হয়নি। অনেক ভাঙাগড়ার মধ্যে দিয়ে আবার কেদারনাথ তীর্থ প্রস্তুত হয়ে গেছে। জীবনেও অনেক গড়া ভাঙা হয়েছে, তা সে যাক। তবুও এখনও যখন একলা থাকা, দেবভূমিতে আবার যেতে মন চায়। যেতে আমাকে হবেই। আবার। অন্তত একবার হলেও।