|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় সুদীপ্তা

রেখে আসা পথের রডোডেনড্রন বনে বেপথু বাতাস তবুও একই ভাবে বইবে?
চলে যাওয়া আর শূণ্যতার মাঝে ড্রিব্ল করবে
করেই যাবে
পুরনো কথকথা…
বেওয়ারিশ বাতাস চলে যাওয়া কে আসলে ফিরে আসার নিখুঁত রোড ম্যাপ বলে,
তুই জানতিস…
তাই অবলীলায় পেরিয়ে যাস সব মায়া পথের জ়েব্রা ক্রশিং।