কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

নদীর গল্প
হৃদি কবেই ভেসে গেছে অবাক কলরোলে
এখন কেবল ঢেউয়ে ঢেউয়ে পলিই বয়ে চলে
দু ধারে তার শস্য শ্যামল ফসলে উর্বর
মোহনাতে সৃজন হল ভরসা নামে চর
সেই নদীটির ছোটা ছিল যে মোহনার দিকে
কবেই যেন সাগর তাকে মিশিয়ে নিল বুকে
যে টুকুনি বালির চরে গল্প কথা আজো
তারাই তাকে মন্ত্রণা দেয় , ঢেউ নূপুরে বাজো
নদী জানে ঝর্ণা হওয়ার প্রাচীন ইতিহাস
এখন সে তো পোষ মেনেছে সাগরবুকে বাস
গভীরতাও বেড়েছে তার তাই সে নীরব হয়ে
নীলেতে নীল মেশার কথা যায় যে বুকে বয়ে।