কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

গল্প
তুমি ঢেউয়ের গল্প শোনাও রোজ
যখন একলা দুপুরে সঙ্গী কেবল ঘুঘুর ডাক
আর কিছু টুকরো মনখারাপি
কোলের ওপর এলিয়ে পড়েছে তন্ন তন্ন করে পড়ে ফেলা খবরের কাগজ
আর চশমা
আমি ভাবি
আমার পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে ঢেউ
তোমার কাছে যেমন শুনেছি
তেমনি করেই ঠিক দুপুরের রোদে
ঝলসে যাচ্ছে সমুদ্রের বুক
তার নোনা ঘাম
লুটোপুটি করছে তীর ছোঁয়ার আনন্দে
আমি আকাশ হব না সমুদ্র
তীর হব না কেবল ঢেউটুকুন
ভাবতে ভাবতে দিব্বি ঝিমুনি আসে
আর হাতের ফাঁক দিয়ে বালির মতোই গলে যায়
সময়
তোমার কাছে শোনা সব ঢেউগুলো
আমার মাথার ভেতর লুটোপুটি খায় ঠিক যেমন শুনেছি
আর আমি এক অথৈ সাগর হয়ে থাকি।