কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

বালিকার কথা
এক বালিকা
. দুৎ ত্তেরিকা
. বালিকা কই
. বুড়িই তো হই
সেই বুড়িটা
. জোয়ার ভাটা
. লিখছে যে রোজ
. রাখছো কি খোঁজ
মাঝেমাঝে
. ভাবছে সে যে
. খোলস পেলে
. যাই যে গলে
তার ভেতরে
. ইচ্ছে করে
. কাছিম হয়ে
. থাকতে শুয়ে
দেখবো না তো
. শুনবো না ও
. চুপটি করে
. দিন দুপুরে
ঘুমিয়ে থাকি
. সময় ফাঁকি
. দিতে যে চাই
. তাই হামেশাই
ভাল্লাগে না
. টালবাহানা
. গর্ত খুঁড়ে
. অনেক দূরে
পালাতে চাই
. কোথায় পালাই
. লিখতে থাকি
. এসব ফাঁকি
গর্জে ওঠে
. ভেতর থেকে
. ঢাল তরোয়াল
. কোথায় রেখে
আজকে এ সব
. ফিকির করিস
. পালিয়ে যাওয়ার
. ওজর ভরিস
আঘাত এলে
. পেছন থেকে
. কাপুরুষ তো
. বলবে তাকে
শুনে আবার
. দাঁড়াই ফিরে
. শেষ করে যাই
. যুদ্ধটা রে
নেমেই যখন
. পড়েছি এই
. শেষ না করে
. স্বস্তি তো নেই
. উড়ং ফুড়ুং তুড়ুং ঝা
. যা বালিকা লড়েই যা
. পিঠ ফেরানো না মঞ্জুর
. লড়তে লড়তে যাচ্ছি দূর।