T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় সুনৃতা রায় চৌধুরী

জন্ম
কিছু শব্দ, কিছু অক্ষর
কিছু অনুভবে দোলা বক্ষর
কিছু দুঃখ সুখের সাধনা
কিছু অধরা গোপন বেদনা
কিছু মেঘলা, কিছু বৃষ্টি
ঝড়ে উথাল পাতাল সৃষ্টি
কিছু সোনার আলোর রোদ্দুর
নীল পাহাড় বন সমুদ্দুর
ভোর আকাশের রঙ খেলাতে
কিছু সোনার সাঁঝের বেলাতে
কিছু জ্যোৎস্না প্লাবনে থইথই
কেন কিছুই হয়না লাগসই
কিছু অন্ত্যমিল আর ছন্দ
কিছু অনাবিল আনন্দ
কিছু শ্রমজীবীদের ঘাম
কিছু রক্তের দরদাম
কার নিদ্রাবিহীন রাত্রি
কারা স্বপ্নলোকের যাত্রী
দেখো অন্তর্লোকে ছবি তার
কবে জন্ম হয়েছে কবিতার।