কবিতায় সুনৃতা রায় চৌধুরী

ঘুঁটি
সম্মুখে ঐ আয়নাখানা
নেই তো সেথায় চাইতে মানা
রাজা সাজার ইচ্ছা যেন ভোলায় নাকো মোহের ঘোরে
ভুলো না ভাই ভুলো নাকো তুমি নিছক দাবার বোড়ে।
রাজায় রাজায় যুদ্ধ চলে
তোমাকে দেয় সামনে ঠেলে
এগিয়ে যাবে পায়ে পায়ে
তাকাবে না ডাইনে বাঁয়ে
থাকবে রাজা রাজার হালে মরবে তুমি যুদ্ধ করে।
যুদ্ধখানা লাগিয়ে দিয়ে
কিস্তিমাতের লক্ষ্য নিয়ে
মন্ত্রী, সে যে চালাক অতি
নৌ গজও নয় রুদ্ধগতি
আড়াই চালে লাফায় ঘোড়া রাজা থাকেন রুদ্ধ দোরে।
দর্পণের ঐ প্রহেলিকায়
ভুলো না ভাই মরীচিকায়
সাধটা রেখো সাধ্যমত
চড়লে গাছে বাধ্যমতো
খেয়াল রেখো তলার থেকে মইটা যেন না যায় সরে।
ভুলো না ভাই ভুলো নাকো তুমি নেহাত দাবার বোড়ে।