T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সংঘমিত্রা রায়চৌধুরী

আসঙ্গ
ভেঙে গেছে পুরানো যোগাযোগের অদৃশ্য সেই সাঁকো,
হয়তো হয়েছে নিঃশর্ত ভালো থাকার মহার্ঘ চুক্তি ভঙ্গ,
অগোছালো বুকের ভেতরে একবার তবু যদি ডাকো,
বৃষ্টিময় শ্যাওলা পথে জোনাকি আলোয় হব অন্তরঙ্গ।
বুকের ক্ষতে মলম প্রলেপ ভালোবাসার গোপন ঘরে,
শিরায় উপশিরায় বাস ঘোড়দৌড়ের অভিলাষ অনঙ্গ,
উত্তেজিত শরীর কাঁপে মন রতিসুখের বিষাদ জ্বরে,
ধমনীদের দেবালয়ে স্বেদসিক্ত রক্ত বিন্দু ছোটে উলঙ্গ।
অবিশ্বাস নেই, সন্দেহ নেই, রহস্য নেই, মুখোশ নেই, হারানোর ভয় নেই জ্যোৎস্নায় ভেজা অধরা গোপনাঙ্গ,
নেইয়ের দলে নতুন শুধু প্রেম, নারী পুরুষ পুরানো সেই,
একচালাতে কাঠামো পুজোর ক্ষণে হৃদয় মুক্ত বিহঙ্গ।
বেহাগ রাগে বসন্ত জাগে মধ্যরাতের অতিথিশালায়,
বিষের জ্বালায় কাতর হয়ে গোঙানিতে জাগে ভুজঙ্গ,
স্বেদে ধৌত কপাল জাগে ক্লান্ত চুয়াচন্দন কন্ঠি-মালায়,
আমি জাগি একাকিনী লিপ্সায় তোমার দেহ-আসঙ্গ।