|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় শ্রেয়া রায় চৌধুরী

স্বাধীনতা অর্থাৎ স্ব-অধীনতা!
৭৪ এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষ,
সোনার স্বপ্নের ভারতবর্ষ…
তবুও আজ তার চারদিকে কলুষতার বলয়,
দারিদ্র্য আর ক্ষুধার কান্না।
শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজের একটা বৃহৎ অংশ।
শুধু তাই নয় আজও কি আমরা চিন্তায়, কর্মে স্বাধীন হতে পেরেছি?
আমাদের সমাজের বেশির ভাগ মানুষ বাঁধা কূপমন্ডুক চিন্তার শিকলে।