T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শ্রেয়া রায় চৌধুরী

প্রেম ও হিম

ছেড়ে যাওয়া মানে শুধু বসন্ত নয়,
বিরহ কখনো কখনো শীতেরও হয়।
ভাসানের বুকে ছিল প্রিয়তম মুখ,
সেইটুকু রাখা ছিল যেখানে অসুখ।
রোদের গায়ে ছিল আলসে চাদর,
আলতা পায়ে ঢালা যা কিছু আদর।
নাকের উপর তখন একটা তারা,
আঁধারে গান গাইছিল সবুজ জোনাকিরা।
তোমার মুখের মতো নরম সুরেরা,
আনত চোখের জলে ডুবন্ত বিকেলেরা।
ছুটির বাঁশিতে বালক ছুটেছে যে মাঠে,
সুর তার বাঁধা আছে সেই ছায়ানটে।
সেইসব ফুরোলে নেমে আসে হিম,
কুয়াশায় মিশে যায় আলো আলো দিন।
তরপর আসে সব ভেঙে পড়া স্মৃতি,
আগুন নেভানো যখন অন্ধের রীতি।
সবশেষে রয়ে যায় জমাট বরফ,
মৃত্যুর চিরদিন কাঁচাই হরফ…
ফিরে আসা মানে শুধু বসন্ত নয়…
কখনও কখনো প্রেম শীতেরও তো হয়!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।