T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন সুনৃতা রায় চৌধুরী

আলোক বাণী
ভূলোক ছেড়ে গেছেন যাঁরা ভূবঃ স্বর দিব্য লোকে
আঁধার রাতে খোঁজেন তাঁরা প্রদীপশিখা জ্বালালো কে
গগন ভরা অযুত তারা জ্বালিয়ে রাখে দীপ্ত শিখা
মর্ত্যভূমে আলোক মায়া জাগায় সে কী মরীচিকা
হেমন্তিকা কৃষ্ণা চতুর্দশীর রাতের অন্ধকারে
হারিয়ে দিশা বংশ প্রদীপ খোঁজেন দেশে দেশান্তরে
কে জ্বেলেছে গৃহাঙ্গনে কে জ্বেলেছে অন্তরেতে
কার চেতনা মনন জুড়ে শ্রদ্ধা আলোক কোন্ নিভৃতে
দীপ্র ছটা চাননা তাঁরা, স্তিমিত দীপ স্মরণিকায়
ধন্য তাঁরা তৃপ্ত তাঁরা অন্তরদীপ আলোক শিখায়
কল্যাণী রূপ ভক্তি স্বরূপ প্রজ্জ্বলিত প্রদীপখানি
যুগ হতে যুগ যুগান্তরে সেই ত্রিদিবের আলোক-বাণী।