কবিতায় সুনৃতা রায় চৌধুরী

সেরামিক
চকচকে ঝকঝকে সুদৃশ্য সব সম্পর্ক,
আপাত কঠিন প্রস্তরবৎ দার্ঢ্যে আসীন
ভঙ্গুর কিছু মানুষের বসবাস।
কেউ কিন্তু কারো সীমানা অতিক্রম করে না।
করলেই হয়তো উঠে যাবে ওপরের চাকচিক্য,
বেরিয়ে পড়বে ভেতরের মাটির মালিন্য,
অথবা সংঘর্ষে চূর্ণ বিচূর্ণ হতে পারে,
ছড়িয়ে পড়তে পারে ইতস্তত নিজ নিজ অহঙ্কার।
তখন তো সবই বাতিলের খাতায়।
খুব সাবধানে নাড়াচাড়া করবে
মুষ্টি শিথিল যেন না হয়, অথবা
অতি দৃঢ়তায় ক্ষতবিক্ষত না করে তোলে তোমাকে।