তুরা আর মু কে ভাইলোবাসসা
শিখখাইতে আসিশ লা
তুরা কি জানিস বট্যে? যে মুকে শিখখাইবি?
লা ভাইলোবাসতে জানিস!
লা ভাইলোবাসাসা রাইখতে জানিস!
সাঁঝের বেলায় উয়ার ল্যাইগ্যে মুনটা
উশখুশ করল্যে..
চলে যাই উইইই ঢিববি টায়,
ঐ খানট্টোতে শুয়ে শুয়ে চাঁদ দেখখি..
গুণ গুণায়ে গান করি চুখখান বন্ধ কইরে।।
জানিস্ ভাইলোবাসসা কাকে বুল্যে বট্যে??
পলাশ গাছে কুঁড়ি দেখল্যে! মুনটা মোর কেমন কেমন করে!!
আর যক্খন লালফুললে গাছটোকে দেখখা যায় লা???
তখন উয়ার নামে মাথথায় ফুল গুঁজে লি বট্যে..
শাড়ি খান ভাল কইরে পইড়ে,
আয়না টোতে মু কে দেখি ঘুইড়ে ঘুইড়ে।
উয়ার মুখ টা মুনে এলে ফিক কইরে হেসশে, শরমে মুর মুখখান ঢেকে লি!!
জানিস্ ভাইলোবাসসা কাকে বুল্যে বট্যে???
আমগাছ টোতে মুকুল দেইখল্যে শুধু উয়ার কথা মুনে পড়ে খুউব !!
উখ্খান থেকে কি সুন্দর বাস বেড়ায়! কোক্কিল টো কুহু কুহু করে,
উয়ার কুথ্থা , শুধু উয়ার কুথথাই মুনে পড়ে রে!