কাব্যানুশীলনে শুভ্রব্রত রায়

বৈশাখ এলো
বৈশাখ এলে নতুন বছরের হয় আগমন,
সকলে অপেক্ষা করে সেই মুহূর্ত আসবে কতক্ষণ।
বৈশাখের সূচনা করা হয় নতুন খাতা দিয়ে,
বৈশাখ আসে কবিগুরুর জন্ম নিয়ে।
বৈশাখ এলে কবি-সাহিত্যিকদের মন খুশিতে ওঠে ভরে,
বৈশাখের উৎসবে তারা গল্প কবিতা পাঠ করে।
পঁচিশে বৈশাখে করা হয় কবিগুরুকে স্মরণ,
স্কুল-কলেজ সহ সর্বত্র হয় রবীন্দ্র জয়ন্তী পালন।
গণেশ ঠাকুরের পূজা করা হয় প্রতি দোকানে,
তাতে সম্পর্ক মধুর হয় ক্রেতা বিক্রেতার আলিঙ্গনে।
ধনী গরীব সকলে করে পয়লা বৈশাখ উদযাপন,
যাতে সারা বছর সুখ-শান্তিতে ভরে থাকে মন।