মেহেফিল -এ- শায়র শাহীন রায়হান
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রূপকথার এক ছবি
সবুজ পাতা মনকেড়ে নেয় পাখির ঠোঁটে গান
খুব সকালে হিমেল হাওয়ায় যায় জুড়িয়ে প্রাণ
ঘাসের বুকে পরম সুখে শিশির কণা হাসে
নীল আকাশে সকাল সারাটাদিন ভেলা ভাসে
সোনা ধানে মাঠ ভরে যায় শালিক মেলে ডানা
শেষ বিকেলে মাঠে নাচে গঙ্গাফড়িং ছানা।
রাত দুপুরে শেয়াল ডাকে ভরা নদীর বাঁকে
মাছরা যেথায় সাঁতার কাটে বাঁচার স্বপ্ন আঁকে।
ফুলের বুকে ফুল পরীরা সুবাস মেখে নাচে
পাখি ডাকে কিচিরমিচির গাঁয়ের সবুজ গাছে।
নদীর জলে নৌকা চলে ভাটিয়ালি সুরে
দেখবে এমন রূপের ঝলক আমার স্বদেশ জুড়ে
দেশের রূপে যায় হারিয়ে ভাবুক শিল্পী কবি
এ দেশ যেন রূপে ভরা রূপকথার এক ছবি।