আজ আর কিছুই ধরে নিতে বলবো না
যা বলবো মুখোমুখি জবান,—
সজোর অভ্যুত্থান আমার অনার্য গৌরবে,
বিনোদন বিনিময়ে রৌরবে
খোলা চোখে দেখো যবনিকা অবসান।
প্রকাশ
একা তো নয়, দুই বা ততোধিক
তারও অধিক যত জল্পনা
তুমি আমার কেউ না?
এ রং তবে লাল নয়, সাদা নয়, কালো নয়
রামধনু চিরন্তন বন্দনার যে আয়োজন
আর যত কিছু গা সওয়া যন্ত্রণা!
ও আমার কেউ না?
আকাশ
তুমি নিরাপদ নিরাকারে ভাসো
নীল তুমি তবু নীল না
দিনের রঙে নীল তুলিতে
প্রকাশ বলছি না৷
তবু-
তুলি ছাড়া নীলধোঁয়াকে কেউ চিনতো না
আর ফুল তো তুলি না!
এরপরও
একটা দুটো কথার জন্য আছি
ওটুকুতেই এমনি করে বাঁচি
আর যা কিছু সবকিছু ছাই এমনই জল্পনা
আমরা আছি মেঘের দেশে,
শুনছি রটনা!
আমরা তো জানি
ডিনারের পরে সাপার যন্ত্রণা।
ভেবেছিলাম লিখবো না,
আজ কিছুই লিখবো না