প্রেমটুকু পড়ে থাকে পাথরে
ছাইভস্ম উড়ে যায় সংজ্ঞাহীন
অথচ শিরা বেয়াকুল, ফুঁ দিয়ে বাজাই শিঙা…
জলীয় লেখার মেছো হাটে টুকরো-টুকরো
শব্দের গুঁড়ো হাড় ফেরি করে বেড়াই।
প্রেমটুকু পড়ে থাকে তেপান্তরে
সোহাগ-সন্ধ্যায় বিরাগ সুন্দরীর সঙ্গে
নরম সম্পর্কের বালিহাঁস উড়ে যায়।
গদ্য পোড়া বালিরঙা নিতম্বে ঝলসায়
জাফরান আলো,
ঝনঝন করে কেঁপে ওঠে নাকছাবির কান্না।
প্রেমটুকু পড়ে থাকে জানলায়
তালপাতা-পর্দার ফাঁক দিয়ে যে-পৃথিবী
দেখা যায়,
সেখান কোনও চড়ুইভাতি নেই।
নিরাকার ভগবান চলাফেরা করে না।
প্রাণের প্রদীপ জ্বালিয়ে আমি খালপাড়ে আসি।