কাব্যানুশীলনে শুভ্রব্রত রায়

পল্লবী
সেই ছোটো থেকে এক সাথে বড়ো হওয়া,
কত যে মোদের একত্রে গান গাওয়া,
আমাদের ছোটো থেকে একসাথে পথ চলা,
সেই স্মৃতি যাবে না যে কখনও ভোলা।
সমস্ত ভুবন জুড়ে তুই মোদের নিকট,
আসেনা যেন জীবনে কোনো সংকট।
ভুবনে হোক পল্লব-পল্লবীর বিকাশ,
এ হলো সকল মোদের আশ্বাস।
হোক তোর নূতন জীবনের সূচনা,
এ যে মোদের বড়ই মনস্কামনা।
সুখে থাক, ভালো থাক অনির্বাণে,
যে তোর জীবনে শুধুই আনন্দ আনে।