কাব্যানুশীলনে সূর্য্যোদয় রায়

বর্ষণ তৃষা
ঐ সুন্দর কিরণে,
আকাশ মন পানে—
বয়ে যায় মেঘ ভেলা;
কালের অরুণ ক্ষণে–
ব্যাথা কেন মনঃপ্রাণে,
গাঁথে বিরহের মালা।
সেঁজুতির ভরা হাসি—
নয়ন প্লাবণে ভাসি,
যবে রূপ নেবে!
প্রাণ পাখি উড়ে যায়—
মেঘ নব গরিমায়!
ফেরে আর কবে?
তৃষিত ধরনী মাঝে—
মনন গহন সাঁঝে,
এল নব বরষা!
ধারাপাত চারিদিকে—
রক্তিম সৌভিকে!
অনুপম সহসা।।