|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় শুভ্রব্রত রায়

পুজো আসছে
গোপাল বাবুর দুই সন্তান,মৃনাল ও কুনাল। মৃনাল এবং কুনাল থাকে আমেরিকাতে কর্ম সূত্রে। গোপাল বাবু ও তার স্ত্রী থাকেন কলকাতায়।
দুই ভাইয়ের কাজের খুব ব্যাস্ততা, তাই তারা তেমন ছুটি পায়না এবং আসতেও পারে না।
এই বছর তারা দুর্গা পুজায় ছুটি পেয়েছে, সেই জন্য অনেকদিন পর ফিরছে কলকাতায় নিজের বাড়িতে।
“গোপাল বাবু ও তার স্ত্রী তাই ঠিক করেছেন দুই সন্তানকে নিয়ে এবছর সপরিবারে কলকাতার সমস্ত পুজো দেখবেন।”