|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় সুতপা পূততুণ্ড

ক্যানভাস
বিমলা, সেই দুপুর থেকে ঠায় লাইনে দাঁড়িয়ে,একটাও খদ্দের পায় নি!
“কি করে যে কাল ভাতের হাঁড়ি চড়বে ! কে জানে…….”
সন্ধ্যে বেলায় এক পুরোনো দালাল এসে হাজির,(দেঁতো হাসি) ভালো খদ্দের পাওয়া গেছে! যাবি?
বিমলা যেতে রাজি হয়ে গেল!
গিয়ে ত চক্ষু চরক গাছ! প্রায় ছেলের বয়েসী তিন জন।
শুধু বুকের কাপড় সরিয়ে ওদের সামনে দাঁড়াতে হবে।
বিমলার কুণ্ঠা বোধ হচ্ছিল, কিন্তু দুটো শিশু আর দুই বয়েস্ক মানুষের অসহায় মুখ চোখের সামনে আসায়,
বিমলা রাজী হয়ে যায়।