সাতে পাঁচে কবিতায় সুদর্শন প্রতিহার

বোঝা কি যায়

খিদের গ্রাসে
নাবালিকা ঘুমিয়ে
বিচার খোঁজে |

কাকের তীর্থ
শেষ হয়না কেন
সে মরে যায় !

বিক্রিত হয়
দাঁড়িপাল্লার নিচে
‘অ’-‘ঁ’ যা’কিছু |

গদির নিচে
তদন্ত পচে যায়
বোঝা কি যায় !

…..হাইকু ফরম্যাটে লেখা একটি কবিতা

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।