।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সম্পা পাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভার্চুয়াল সন্ধ্যা
ভেতরে অনেক শব্দ
শুধু উচ্চারণ নেই
ডুয়ার্স আমার প্রতিবেশী
তবু পর্নমোচী গাছ দেখিনি বহুদিন
ভার্চুয়াল সন্ধ্যায় দাঁড়িয়ে নতুন করে ভাবছি
নন্দিনী কি সত্যিই জানতো শেকলের মানে ?
একটা রোদ
বইয়ের বারান্দায় লকডাউন আসেনি
অদ্ভুত জীবন বয়ে নিয়ে যাচ্ছে একটা রোদ
কিছু বিরতি তবে রোদটা এখনও পুরোনো ছাদের নতুন শ্যাওলাকে ভোলেনি
পর্বটা আমার পরিচিত নয়
এরপর ওরা আর আসবে কিনা সেটা প্রশ্ন
তবে জানালাটা মনে রাখবে , একইভাবে মনে রাখবে গোলাপী হলদে পর্দাটা
আমিও হয়তো আরও একটু গুছিয়ে কবিতা লিখবো
হয়তো উপত্যকার সেই কিশোরী নার্জারি মূর্মর নির্জন প্রেম নিয়ে
তুমিও কি আসতে চাওনি এমন একটা দিনে !
উত্তরে পাহাড়, দক্ষিণে মহাসাগর ,মাঝখানে আবহ সঙ্গীত
সময় পার হয়ে যাবে ঠিক এভাবেই
রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দও পাড়ের কড়ি হতে পারে
সেদিনও একটা রোদ আমাদের ঠিক আশেপাশে …